কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে গতকাল সোমবার সকাল ১০ টার সময় আইন শৃঙ্খলা বিষয়ক সভা, বিভিন্ন এনজিওদের নিয়ে সমন্বয় সভা ও মাসিক মসন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে এ সকল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় আরও উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা, উপজেলা শিক্ষা অফিসার এ,এইচ,এম রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।