মো. আলফাত হোসেন: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী ও জয়াখালী গ্রামে লবণ পানি উত্তোলন করে ধান, তরমুজ, শস্য শাকসবজির ফসল, বসত বাড়ীর গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট করায় স্থানীয়রা এক মাবনবন্ধন অনুষ্ঠান করে। সোমবার বিকাল ৪ টায় বৈশখালী প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মাদ আলী কাগুচীর বাড়ী সংলগ্ন মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাবববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. সোমশের আলী, দৈনিক সাতঘরিয়া পত্রিকার রিপোর্টার মো. আলফাত হোসেন, মো. আব্দুল কাদের, দৈনিক দৃষ্টিপাতের রিপোর্টার মো. আমিনুর রহমান, আব্দুর রহিম গাজী, ইউসুপ আলী শেখ, তাহজ্¦দ আলী, মো. সোহরাব হোসেন, আব্দুল গফ্ফার শেখ, আব্দুল খলিল শেখ, হোসেন আলী, আব্দুল হাই, আব্দুল মজিদ কাগুচী, মো. নূরুজ্জামান, আবুল কালাম, নূর হোসেন জীবন, আব্দুল আলিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাহেবখালী গ্রামের মৃত গোলাম গাজীর পুত্র আলমগীর, অছির উদ্দীন শেখের পুত্র মোজারুল ইসলাম, রাশিদুল ইসলাস খোকন, বৈশখালী গ্রামের ময়নুদ্দীন গাজীর পুত্র সিদ্দিক গাজী বৈশখালী বিজিবি সড়কের মেইন সড়কের রাস্তা কেটে পাইব বসিয়ে লবন পানি উত্তোলন করছে। যার ফলে শতাধিক বিঘা জমির ধানের ফসল সহ বিভিন্ন ফসল নষ্ট ও বসত বাড়ীর গাছগাছালি, মিষ্টি পানির পুকুর নষ্ট হয়েছে। তারা লবন পানি বন্ধের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।