জব ফেয়ার এর উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত। সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারী কলেজ মসজিদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা অনলাইন শপের পরিচালক ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ ফারুকুজ্জামান ডেভিট প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকিল হাসান পলাশ। অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরা জব ফেয়ারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। এ সময় সাতক্ষীরা জব ফেয়ারের কর্মকর্তা কর্মচারী সহ শতাধিক ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।