• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
Logo
                               

পাকিস্তানে বোমা হামলায় নিহতদের সবাই পুলিশ সদস্য

রিপোর্টারঃ / ২৯ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। গতকাল সোমবার বেলুচিস্তানের বোলান উপত্যকায় এ বোমা হামলায় ঘটনা ঘটে। খবর জিও নিউজের। প্রতিবেদন মতে, বোলান পুলিশের সিনিয়র সুপারিনটিন্ডেন্ট (এসএসপি) কাঁচি মাহমুদ নোতেজাই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোলানের কামব্রি সেতুর কাছাকাছি এই বোমা হামলার ঘটনা ঘটে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এসএসপি কাঁচি মাহমুদ নোতেজাই জানিয়েছেন, প্রাথমিক আলামত বলছে যে, বোমা হামলাটি আত্মঘাতী ছিল। তবে বিস্তারিত তদন্তের পরই কেবল জানা যাবে আসলে কি ধরনের বোমা হামলা হয়েছিল।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আরও কোনো বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত করেছে এবং আলামত সংগ্রহ করেছে।পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে সিবির সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো এই বিস্ফোরণের পেছনে দায়িদের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘যারা এমন কাপুরুষোচিত হামলায় জড়িত তারা কখনোই তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে প্রদেশকে অগ্রসর হতে না দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ সময় তিনি জনগণকে আশ্বাস দিয়ে এবং নিহতদরে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘জনগণের সমর্থনে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’কোয়েটার সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেছেন, তাদের হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব কনসালট্যান্ট, ডাক্তার, ফার্মাসিস্ট এবং প্যারামেডিকসসহ সব কর্মীর ছুটি বাতিল করে তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:২৩)
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)