সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পশ্চিমপাড়ায় বায়তুন নাজাত জামে মসজিদের নির্মাণ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ. লীগ’র সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সমাজের সকল বিত্তবান মুসলিমরা তাদের সামর্থ অনুযায়ী সাহায্য ও সহায়তা করলে এই মসজিদ নির্মাণ কাজ সহজ হবে। এ সহযোগিতা রোজ হাশরের আপনার নাজাতের ব্যবস্থা হতে পারে। আমার রোজগারের একটি অংশ থেকে ব্যক্তিগতভাবে আমি সবসময় এই মসজিদের পাশে থাকব এবং এককালীন আর্থিক সহযোগীতা করবো। উদ্বোধনকালে আরো উপস্তিত ছিলেন ইটাগাছা বাইতুল মাহমুদ জামে মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, মসজিদের জমিদাতা মো. ওমর আলী, কোষাধ্যক্ষ মো. বাবুল হোসেন, মো. আনিছুর রহমান, মো.জালাল উদ্দিন গাজি, মো. সোহাগ হোসেন, মো.সামছুর রহমান, মো. আব্দুস সবুর, মো.রবিউল ইসলাম, মো.আসাদুজ্জামান লাভলু, ৭নং ওয়ার্ড আ.লীগ’র সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান প্রমুখ।