স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সকালে কদমতলাস্থ বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান। এ সময় উপস্থিত ছিলেন অফিসের ম্যানেজার আরিফুল ইসলাম, মেহেদী হাসানসহ শিক্ষার্থীরা। এ সময় নবাগত শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।