• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
  • Bengali Bengali English English
Logo
                               

ভোক্তা অধিকার বিষয়ক সম্মাননা পেলেন সাংবাদিক নিখিল ভদ্র

রিয়াদ হোসেন / ৩৯ বার ভিজিট
আপডেটঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

গণমাধ্যম ক্যাটাগরিতে ভোক্তা অধিকার বিষয়ক সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র। বুধবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী পুরস্কার হিসেবে এ সম্মাননা স্মারক, সনদ ও চেক তুলে দেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি গোলাম রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে ‘ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫ জন সাংবাদিককে পুরুস্কৃত করা হয়। লিখিল ভদ্র ছাড়াও এই পুরস্কার পেয়েছেন- দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন, এটিএন বাংলার মো. শরফুল আলম, বিটিভির মো. ঈমাম হোসাইন ও দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের ফরহাদুল ইসলাম। উল্লেখ্য, সাংবাদিক নিখিল ভদ্র ২০০৭ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ব্যবস্থাপনা মিডিয়া অ্যাওয়ার্ড’, ২০০৮ সালে বিশ্বব্যাংকের ‘দক্ষিণ এশীয় স্যানিটেশন (স্যাকোসান)’ পুরস্কার এবং ২০১৫ সালে ‘সার্ক পরিবেশ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। তিনি সংসদ, রাজনীতি, পরিবেশ, সুন্দরবন, উপকূল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার নিয়ে নিয়মিত রিপোর্টিং করে থাকেন। খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে ১৯৯৩ সালে সাংবাদিকতা শুরু করেন নিখিল ভদ্র। এরপর ২০১১ সাল থেকে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এরআগে দৈনিক সংবাদ, যায়যায়দিন, দৈনিক পূর্বাঞ্চলসহ বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে কাজ করেছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৬:২৯)
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)