শার্শার বাগআঁচড়া ‘শত্রুতার জেরে’ রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ১২টি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শার্শার উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের বড় ভাই ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেনের আম বাগানের ১২টি গাছ গত (১৪জানুয়ারি) শনিবার রাতে দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে বাগান মালিক জানান। ইয়াকুব হোসেন জানান, “বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগান করেছি বেশ কয়েক বছর আগে। এলাকায় কৃষকদের মাঝে যখন আম চাষের আগ্রহ বাড়ছে ঠিক তখনই রাতের কোন এক সময়ে শত্রæতা করে দুর্বৃত্তরা তার একটি আম বাগানের ১২টি গাছ কেটে দিয়েছে। আম গাছ কটে ফেলায় অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এ বাগান মালিকের দাবি। তিনি আরো বলেন “বর্তমানে আরও তিনটি আম বাগানে ১শ বেশি আম গাছ রয়েছে। ওই তিনটি বাগানও নিরাপদ নয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পাইলে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।