শ্যামনগর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্যামনগরের প্রান্তিক কৃষকদের মাঝে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে সরকারী উন্নয়ন সহায়তা সহ কৃষি যন্ত্রপাতি সিডার ও বেডপান্টার বিতরন করা হয়েছে। রোববার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর চত্ত¡র থেকে শ্যামনগর উপজেলার প্রান্তিক কৃষক ধুমঘাট গ্রামের নরেন্দ্র নাথ মন্ডলের পুত্র সরজিত মন্ডল ও হরিপুর (হাবিবপুর) গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র মো. রাহিদ এ দুজনকে কৃষি যন্ত্র দুইটি বেড পান্টার ও একটি সিডার বিতরণ করা হয়। বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এ সময় ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।