শ্যামনগর প্রতিনিধি : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ নভেম্বর সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানদের পক্ষে এ্যাড. জিএম শোকর আলী। আরও বক্তব্য রাখেন অফিসার সেলপ মোঃ মোস্তাফিজুর রহমান। উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও এনজিও প্রতিনিধিবৃন্দ। উক্ত সমন্বয় সভায় অতিথিবৃন্দ ও উপস্থিতিবৃন্দ বাল্য বিবাহ প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচিকে এধরনের উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত অতিথিবৃন্দ ধন্যবাদ জানান।