আশিকুজ্জামান লিমন, শ্যামনগর: শ্যামনগরে সরিষা চাষে বাম্পার ফলন, চাষে ঝুঁকছেন কৃষকরা। দ্রুব্যমূল্যের বৃদ্ধি সাথে সাথে বৃদ্ধি পেয়েছে সরিষার তেলেরও। আর উপজেলা কৃষি অফিসের উৎসাহের ফলে আগ্রহীরা কৃষকরা চাষ করছেন সরিষা। উপজেলা কৃষি অফিসের মতে সরিষার ফলন বিঘা প্রতি ৬ মন যার বাজার মূল্য ৪১শ টাকা মন। আর বিঘা প্রতি খরচ হয় ১২ হাজার টাকা এবং বিক্রি হবে ২৬ হাজার ৪ শ। উপজেলার চন্ডিপুর গ্রামের বরুন কুমার গায়েন বলেন, আমি কৃষি অফিসের উৎসাহে এবার গতবার থেকে সরিষা চাষ শুরু করেছি। আমন ধান কাটার সাথে সাথে সরিষা বুনি, সরিষা উঠার সাথে সাথে ইরি ধান লাগাই। একটু দেরি হলেও সমস্যা হয় না। এতে করে একুই জমিতে ৩ ফসল পাচ্ছি। নকিপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, সরিষার ফলন ভালো পাওয়া যাচ্ছে। আমি প্রতিবছর সরিষা লাগাই। এবছর বাজার দর বেশি বলে জমি বাড়ালাম। উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম বলেন, উপজেলায় গতবছর ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করেন। এ বছর ২৮০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। উপকূল অঞ্চলে সরিষা বীজ হিসেবে বারি ১৪.১৭.১৮.৯ এবং সাথে দেশিয় ফলন অনেক বেশি।