জাকির হোসেন: প্রধানমন্ত্রীর অনুশাসন অনুয়ায়ী ভোজ্য তেলের ৪০ ভাগ দেশে উৎপাদনের লক্ষ্যে সরিষার আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় কলারোয়া উপজেলার উপকারভোগী কৃষকদের সাথে মতবিনিময় সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় কলারোয়া পৌরসদরের ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন স্থানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহামারি করোনাকালে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো অভাব না হয়, সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করেছেন। এবার তেলের চাহিদা পূরনের লক্ষ্যে কৃষকরা লক্ষমাত্রার চেয়েও বেশি সরিষার আবাদ বৃদ্ধি করেছেন। তিনি কলারোয়ায় সরিষার আবাদ দেখে কৃষকদের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিভিন্ন মিডিয়ায় এমন সরিষা চাষের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করার জন্য সংবাদ কর্মীদের অনুরোধ করেছেন। সরিষা চাষের সাথে মধু সংগ্রহ দেখে তিনি খুব স্বস্থি প্রকাশ করেছেন। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে সারা দেশের সরিষা সফলভাবে ঘরে তুলতে পারলে দেশে তেলের সংকট অনেকটা কমে যাওয়ার আশা প্রকাশ করেন এবং বলেন কৃষকরা যদি এভাবে সরিষা চাষে লাভবান হতে পারেন তাহলে আগামী তিন বছরের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে তেল উৎপাদনে ৪০ ভাগ তেলের চাহিদা পূরন করার আশা ব্যক্ত করেন এবং কৃষকদেরকে সকল প্রকার সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই এর গবেষণা পরিচালক ড. তারিকুল ইসলাম, কৃষি অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফরিদুল ইসলাম, খুলনা অঞ্চলের বীজ প্রত্যায়ন কর্মকর্তা নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামালউদ্দীন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খাঁন, উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা আ’লীগ নেতা সরদার মুজিব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া প্রমুখ।