এক ফসলী পতিত জমিতে অল্প ব্যয়ে অধিক লাভ হওয়া একাধিক ফসল ফলানোর জন্য কুষকদের উদ্বুদ্ধ করতে বাম্পার ফলনের বারি সরিষা ১৪ ও ৮ মসুর ডালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরার তালা উপজেলার মীর্জাপুর গ্রামে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট খুলনা কতৃক উদ্ভাবিত বারি সরিষা ১৪ ও ৮ মসুর ডালের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ পরিচালক কৃষি গবেষনা ইনস্টিটিউট খুলনা কৃষিবিদ ড. মো. হারুনর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনা উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ তাজরীন সুরাইয়া মুনমুন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. মুস্তফা কামাল সাহাদৎ, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেশ সরকার প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মীর্জাপুর গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।