সাতঘরিয়া ডেস্ক: সাতক্ষীরায় জেলা কৃষক দলের পদ বঞ্চিতরা প্রতিবাদ সভা করেছে। বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আলী হোসেন,এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শামীম কবির সুমনের সন্ঞালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক মো: আহসানুল কাদির স্বপন। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ফিরোজ শাহ, এসএম জাহাঙ্গীর আলম ও শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম, আশাশুনি উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মশিউর রহমান মিল্টন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব বিএম রাশেদ, আশাশুনি উপজেলা কৃষকদলের সাবেক সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেম্বারসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্নীতির মাধ্যমে গঠিত সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বাতিল পূর্বক সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে জেলা কমিটি গঠনের জোর দাবি জানান।