রাজনৈতিক মুক্ত মাবন কল্যাণ মূলক সেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ফ্রেন্ডস ক্লাব (এসএফসি)র সাতক্ষীরা সদর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের চেয়ারম্যান মো. মুজাহিদর রহমান অন্ত ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে রেজওয়ান হোসেন আজাদ, সহ সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার, যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মো. রায়হান, সাংগঠনিক সম্পাদক পদে শাওন, প্রচার সম্পাদক পদে মো.ইশরাক হোসেন ও মো. হাবিবুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রক্তদান এতিম অসহায় পথশিশু ও সমাজের দরিদ্র পীড়িত বঞ্জিত মানুষের পাশে থাকায় সাতক্ষীরা ফ্রেন্ডস ক্লাবের মূল উদ্দেশ্য।