তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক নারীকে ধর্ষনের ঘটনায় সাদ্দাম গাজী (৩০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা ওই নারী পাঁচ মাসের অন্তঃস্বত্তা ছিল বলে জানা গেছে। সোমবার রাতে তাকে ষশোর জেলার বাঘার পাড়া এলাকার একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ধর্ষক তালা উপজেলার দুধলী এলাকার মৃত আবু বক্কর গাজীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাটকেলঘাটা থানার উপ- পরিদর্শক সোলাইমান কবির বলেন, গত ১৫ নভেম্বর নির্যাতিত ওই নারীর পিতা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি ধর্ষন মামলা করেন। মামলা নং-১৬। এরপর তথ্য প্রযুক্তির সহয়তায় সোমবার রাতে তাকে যশোর জেলার বাঘাড়পাড়া এলাকার একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে চাঁদাবাজির অভিযোগে তালা উপজেলার কাশিয়াডাঙা এলাকা থেকে আলামিন সরদার (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক একই উপজেলার কাশিয়াডাঙার এলাকার তুব্বাত সরদারের ছেলে। জানা যায়, আলামিন সরদার ভুয়া একটি অনলাইন পোর্টাল খুলে সাংবদিক পরিচয় ব্যাবহার করে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছিল। রোববার সকালে খলিষখালী এলাকায় এত জনপ্রতিনিধির কাছ থেকে লক্ষাধিক চাঁদা দাবী করলে তিনি বাদী হয়ে থানায় চাঁদবাজির মামলা দ্বায়ের করেন। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।