স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে একটি ভবনের ২য় তলা সম্প্রসারিত উর্দ্ধমুখী ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সম্প্রসারিত উর্দ্ধমুখি এ নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্), বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার জন্য প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বিদ্যালয়ে এখন বহুতল দৃষ্টিনন্দন ভবন হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় হবে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এমন মন্তব্য করে পুলিশ সুপার আরও বলেন, এজন্য শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে হবে। বিদ্যালয় কতৃপক্ষ জানান, পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সম্প্রসারিত উর্দ্ধমূখী ভবন নির্মাণ কাজ করা হয়েছে।