বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে এনদুগার প্রত্যন্ত এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। পাপুয়া আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্তের পরিচালক ফয়জল রহমাদানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তরাকে বলেন, বেসামরিক নাগরিকদের উপর হামলা হয়েছে। ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জন মারা গেছে। কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কিন্তু বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রাদেশিক রাজধানী জয়পুরার পুলিশ স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।