নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরে ইঞ্জিনের ব্যর্থতার কারণে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আবুজা বিমানবন্দর থেকে মিন্নায় যাওয়ার পথে রানওয়েতে ইঞ্জিনের ব্যর্থতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
রোববার (২১ ফেব্রুয়ারি) দেশটির বিমানমন্ত্রী হাদি সিরিকা এক টুইটবার্তায় জানিয়েছেন, ‘কিং এয়ার ৩৫০’ নামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি আবুজা বিমানবন্দর থেকে মিন্নায় যাওয়ার পথে বিধ্বস্ত হয়। মিন্না নাইজেরিয়ার রাজধানী আবুজার উত্তর-পশ্চিমের ১১০ কিলোমিটার দূরের শহর।
বিমান দুর্ঘটনায় কোনও হতাহত হয়েছে কিনা তা জানাননি দেশটির বিমানমন্ত্রী হাদি সিরিকা। তবে, তিনি ঘটনাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, আমাদের শান্ত থাকা উচিত এবং সেনাবাহিনীর তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত।