দেশের চিকিৎসকরা বিদেশে গিয়ে ভালো চিকিৎসা দিতে পারলেও বাংলাদেশে কেন পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্বাস্থ্যসেবায় গবেষণার ওপর জোর দেয়ার কথা জানান তিনি। সোমবার (৬ জুন) সকালে বিসিপিএসের সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় দেশে আন্তর্জাতিকমানের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্বাস্থ্যখাতে নানামুখী পদক্ষেপগ্রহণের কথা জানান শেখ হাসিনা।
তিনি বলেন, চিকিৎসার জন্য শুধু ঢাকায় আসতে হবে, নিজ উপজেলায় বসে চিকিৎসার গ্রহণের ব্যবস্থা করছেন সরকার। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথাও জানান প্রধানমন্ত্রী। এসময় সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় শোক ও সমাবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।