স্টাফ রিপোর্টার: আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল করতে গ্রামে গ্রামে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন সাতক্ষীরা জেলা আ'লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। রোববার সন্ধ্যায় সদর উপজেলার সিটি কলেজ মোড়, কদমতলা বাজার, সার্কিট হাউজ মোড়সহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় মো. আসাদুজ্জামান বাবু বলেন, ‘বর্তমান সরকারের নেওয়া একাধিক মেগা প্রকল্পের উন্নয়নের সাথে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর পরই বদলে যাবে এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলের চিত্র। আসাদুজ্জামান বাবু বলেন, দক্ষিণাঞ্চল সব সময়ই অবহেলিত ছিল। এখন পদ্মা সেতু পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে এবং পর্যটন সেক্টর উন্নয়নের পাশাপাশি সম্ভবনার নতুন দ্বার উন্মোচন হবে। পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তা বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ পথ সভায় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ।