প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটি আয়োজিত এই আলোচনা সভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা তার স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘জিল্লুর রহমান তার মেধা, পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে দেশের শীর্ষস্থানে পৌঁছেছিলেন। তিনি সবার জন্য অনুকরণীয়। দলের জন্যও তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছেন। জাতি আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’