করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন।
মঙ্গলবার তিনি নিজেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত সোমবার করোনা টেস্ট করলে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ডা. জাহিদ বলেন, ‘গত তিন দিন ধরে তার জ্বর ও শরীর ব্যথা এবং তার স্ত্রীর কাশি ছিল। পরে তারা করোনা টেস্ট করেন। এতে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। তাদের আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।