কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বালুচর দরবার শরীফের ৩২তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামীকাল ২ মার্চ সোমবার বাদ আসর থেকে সারা রাতব্যাপী ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের গদিনশিন পীর হযরত শাহ সুফি মতিউর রহমান আবদুল বারী নকশেবন্দী মোজাদ্দেদী বালুচরী (মা. জি. আ.)।
মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েক ও বিশিষ্ট আলেমরা দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। মাহফিলে পীর সাহেব দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।
এ মহতি মাহফিলে জিকিরের সহিত দলে দলে যোগদান করে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে মুসলিম উম্মাহর প্রতি মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগঃ হবিগঞ্জ হইতে জীপে মাদনা বাজার, মাদনা বাজার হইতে ১ কিঃ মিঃ পশ্চিমে বালুচর। ভৈরব হইতে লঞ্চে আদমপুর বাজার, আদমপুর বাজার হইতে ১ কিঃমিঃ দক্ষিণে বালুচর।